© সকল কিছুর স্বত্বাধিকারঃ মেডিসেবা|
Table of Contents
Toggleএকটা কথা বলি —
আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ধ্বংস করছি।
আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো —
আমরা জানিও না, কিভাবে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি, মনসংযোগ… সব শেষ হয়ে যাচ্ছে! জানেন কী কী জিনিস আমাদের ব্রেন শেষ করে দিচ্ছে?
অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া –
ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে করে আমরা মস্তিষ্কের ফোকাস পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি।
বুকের ভেতর মরে যাচ্ছে স্বপ্ন… ঘুম না হওয়া –
রাত জেগে ফোন, গেম, সিরিজ…
এইসবই ব্রেনকে বিষ খাওয়ানোর মতো।
ঘুম ছাড়া ব্রেন “সফটওয়্যার ক্র্যাশ” হয়ে যায়! একসাথে অনেক কিছু করার চেষ্টা (Multitasking) –
আমরা ভাবি আমরা স্মার্ট…
আসলে আমরা আমাদের ব্রেনকে গাধার মতো ব্যবহার করছি।
ব্রেন একসাথে সব হ্যান্ডেল করতে পারে না, ধীরে ধীরে বিপর্যস্ত হয়। নেগেটিভ চিন্তা আর স্ট্রেস –
“আমি কিছুই পারি না”,
“আমার কিছু হবে না” —
এই কথাগুলো ব্রেনকে ধ্বংস করে, ভেতর থেকে। অস্বাস্থ্যকর খাবার আর জলের অভাব –
হ্যাঁ, খেয়াল করেন—
মগজটা তৈরি হয়েছে ৭০% জল দিয়ে।
জল না খেলে ও ভুল খাবার খেলে ব্রেন শুকিয়ে যেতে থাকে… সত্যি! আর শেষে একটা কথা…
ব্রেন যদি শেষ হয়ে যায়, জীবন আর কিছুই না!
তাই এখনই সাবধান হন।
নিজের মস্তিষ্কটাকে বাঁচান, না হলে জীবনে কিছুই থাকবে না — শুধু একটা ফাঁকা খোলস…
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মেডিসেবা|